শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫, ০২:৫২ পূর্বাহ্ন
প্র : অতুলপ্রসাদ সেনে জন্ম কোথায়?
উ : ঢাকা শহরে।
প্র : তাঁর জন্ম কতসালে?
উ : ১৮৭১ সালে।
প্র : তিনি মূলত কী ছিলেন?
উ : কবি, গীতিকার ও গায়ক।
প্র : তাঁর শিক্ষাগত যোগ্যতা কী ছিল?
উ : ১৮৯০ সালে প্রেসিডেন্সি কলেজ থেকে প্রবেশিকা পাশ করেন। এর পরে বিলেত থেকে ব্যারিস্টারি।
প্র : তিনি বাংলা গানে কী আমদানি করেন?
উ : সর্বপ্রথম ঠুমরি আমদানি করেন।
প্র : তিনি কী রূপে প্রসিদ্ধি অর্জন করেন?
উ : সুরকার হিসেবে।
প্র : সঙ্গীত ভুবনে তাঁর বিশিষ্ট স্থান কীসের জন্য?
উ : গীতিকার ও সুরকার হিসেবে।
প্র : তাঁর রচিত গানগুলো কয় ভাগে বিভক্ত?
উ : স্বদেশী সঙ্গীত, ভক্তিগীতি, প্রেমের গান।
প্র : তাঁর কোন গানগুলো জাতীয়তাবাদ ও স্বাধীনতা আন্দোলনে জনসাধারণের মনে প্রেরণা যোগায়?
উ : মাতুভূমি, মাতৃভাষা ও স্বজাতির উদ্দেশ্যে নিবেদিত গানগুলো।
প্র : তাঁর কোন গানিট ষাটের দশকে পূর্ব বাংলায় বাঙালি জাতীয়তাবাদী আন্দোলনকারীদের মনে উদ্দীপনার সঞ্চার করেছিল?
উ : ‘মোদের গরব, মোদের আশা, আমরি বাংলা ভাষা।’
প্র : তাঁর রচিত গানের সংখ্যা কত?
উ : প্রায় দুশোটি।
প্র : তাঁর গানের সঙ্কলন কি?
উ : ‘কয়েকটি গান ও গীতিগুঞ্জ’ (১৯৩১)
প্র : তাঁর মৃত্যু হয় কত সালে?
উ : ১৯৩৪ সালে।