শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫, ০৩:০৯ পূর্বাহ্ন

অন্নদাশঙ্কর রায়

প্র : অন্নদাশঙ্কর রায় কবে, কোথায় জন্মগ্রহণ করেন?
উ : ১৯০৪ সালের ১৫ই মার্চ ভারতের উড়িষ্যা প্রদেশের ঢেঙ্কানলে।
প্র : তাঁর পিতা-মাতার নাম কী?
উ : পিতা- নিমাইশঙ্কর রায়, মাতা- হেমন-লিনী দেবী।
প্র : তাঁর শিক্ষাজীবন কোথায় অতিবাহিত হয়?
উ : বিহারের পাটনা থেকে ম্যাট্রিকুলেশন (১৯২১)। পাটনা বিশ্ববিদ্যালয় থেকে আই.এ. পরীক্ষায় ১ম স্থান, একই বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে ১ম শ্রেণিতে প্রথম স্থান অধিকার করে বিএ øাতক (সম্মান) পরীক্ষায় উত্তীর্ণ। পরে আইসিএস পরীক্ষায় পাস।
প্র : তাঁর কর্মজীবন সম্পর্কে লেখ।
উ : নদীয়া জেলার ম্যাজিস্ট্রেট (১৯৩৬), কুমিল্লার জজ (১৯৩৯), পশ্চিমবঙ্গ সরকারের বিচার বিভাগের সচিব (১৯৫০) পদে অবসরগ্রহণ।
প্র : তাঁর মূল পরিচয় কী?
উ : বাংলা ও উ ড়িয়া ভাষায় কবিতা রচনায় দক্ষ কবি, ঔপন্যাসিক ও প্রবন্ধকার। শতাধিক গ্রন্থের লেখক।
প্র : তাঁর প্রথম প্রকাশিত লেখার নাম কী?
উ : তিনটি প্রশ্ন (প্রবাসী, ১৯২০)।
প্র : তাঁর প্রথম কবিতাগ্রন্থের নাম কী?
উ : রাখী (১৯৩২)।
প্র : তাঁর প্রথম উপন্যাসের নাম কী?
উ : অসমাপিকা (১৯৩০)।
প্র : তাঁর রচিত প্রধান কবিতাগুলোর নাম লেখ?
উ : রাখী (১৯৩২), কালের শাসন (১৯৩৩), কামনা পঞ্চবিংশতি (১৯৩৪), নূতনা রাধা (১৯৪৩), লিপি, জার্নাল, ক্রীডো প্রভৃতি।
প্র : তাঁর রচিত প্রধান উপন্যাসগুলোর নাম কী?
উ : যার যেথা দেশ (১৯৩২), অজ্ঞাতবাস (১৯৪৩), কঙ্কাবতী (১৯৩৪), দুঃখমোচন (১৯৩৬), মর্তের স্বর্গ (১৯৪০), অপসরণ (১৯৪২)- ভারতবর্ষ থেকে ইউরোপ পর্যন্ত প্রসারিত পটভূমিতে রচিত এপিকধর্মী এই উপন্যাস ছয়টি তত্ত্বপ্রধান ও বৈশিষ্ট্যমন্ডিত তবে কিছুটা কৃত্রিম।
প্র : তাঁর রচিত প্রধান ছোটগল্পগুলোর নাম কী?
উ : প্রকৃতির পরিহাস (১৯৩৪), মন পবন (১৯৪৬), যৌবন জ্বালা (১৯৫০), কামিনী কাঞ্চন (১৯৫৪) ইত্যাদি।
প্র : তাঁর রচিত প্রধান প্রবন্ধগ্রন্থগুলোর নাম কী?
উ : তারুণ্য (১৯৩৭), জীবন শিল্পী (১৯৪১), ইশারা (১৯৪৩), বিনুর বই (১৯৪৪), জীয়ন কাটি (১৯৪৯), দেশকাল পাত্র (১৯৪৯), প্রত্যয় (১৯৫১), নতুন করে বাঁচা (১৯৫৩), আধুনিকতা (১৯৫৩) ইত্যাদি।
প্র : তাঁর ইল্লেখযোগ্র ভ্রমণকাহিনিগুলোর নাম কী?
উ : পথে প্রবাসে (১৯৩১), ইউরোপের চিঠি (১৯৪২) ইত্যাদি।
প্র : তাঁর রচনার প্রধান বৈশিষ্ট্য কী?
উ : গদ্যভাষায় বীরবলী (প্রথম চৌধুরীর মতো) চমক ও গভীর মননশীরতা রচনার প্রধান বৈশিষ্ট্য।
প্র : তিনি প্রধান কী কী পুরস্কার লাভ করেন?
উ : একাডেমি পুরস্কার (১৯৩২), বিদ্যাসাগর পুরস্কার (১৯৮০), আনন্দ পুরস্কার (১৯৮৩)।
প্র : তিনি কবে, কোথায় মৃত্যুবরণ করেন?
উ : ২৮শে অক্টোবর ২০০২, কলকাতায়।


পোস্টটি শেয়ার করুন...

© BengaliGrammar.Com
Maintenance by BengaliGrammar.Com