শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫, ০৩:৪৪ পূর্বাহ্ন

আসকার ইবনে শাইখ

প্র : আসকার ইবনে শাইখ কবে, কোথায় জন্মগ্রহণ করেন?
উ : ১০ই মার্চ, ১৯২৫; ময়মনসিংহের গৌরীপুরে।
প্র : তিনি মূলত কী হিসেবে পরিচিত?
উ : সাহিত্যিক। তবে নাট্যকার হিসেবে প্রসিদ্ধ।
প্র : তাঁর প্রকৃত নাম কী?
উ : (ড.) এম. ওবায়দুল্লাহ।
প্র : তাঁর প্রকাশিত গ্রন্থগুলোর নাম লেখ?
উ : নাটক: বিরোধ (১৯৪৭), পদক্ষেপ (১৯৪৮), বিদ্রোহী পদ্মা (১৯৪৯), দুরন্ত ঢেউ (১৯৫১), শেষ অধ্যায় (১৯৫২), বিল বাওড়ের ঢেউ (১৯৫৫), এপার ওপার (১৯৫৫), প্রতীক্ষা (১৯৫৭), লালন ফকির (১৯৫৯), কর্ডোভায় আগে (১৯৮০), রাজপুত্র (১৯৮০), রাজা রাজ্য রাজধানী (১৯৮০), মেঘলা রাতের তারা (১৯৮১), কন্যা জায়া জননী (১৯৮৭); গানের সংকলন: নবজীবনের গান (১৯৫৯); গল্প সংকলন: কালো রাত তারার ফুল (১৯৮২); প্রবন্ধ: গবেষণা বাংলা মঞ্চ নাটকের পশ্চাৎভূমি (১৯৮৬)।
প্র : সাহিত্য কর্মের জন্য তিনি কী কী পুরস্কার লাভ করেন?
উ : বাংলা একাডেমী পুরস্কার (১৯৬১), একুশে পদক (১৯৮৬), ইসলামিক ফাউন্ডেশন পুরস্কার (১৯৮৭), টেনিশিয়ান পুরস্কার (১৯৮৯)।
প্র : তিনি কোন তারিখে মৃত্যুবরণ করেন?
উ : ১৮ই মে, ২০০৯।


পোস্টটি শেয়ার করুন...

© BengaliGrammar.Com
Maintenance by BengaliGrammar.Com