বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ০৩:২১ পূর্বাহ্ন
প্র : কামিনী রায়ের জন্ম কত সালে?
উ : ১২ই অক্টোবর, ১৮৬৪।
প্র : তাঁর জন্ম হয় কোথায়?
উ : বাসন্ডা, বরিশাল।
প্র : তাঁর পিতা কে?
উ : ঐতিহাসিক ঔপন্যাসিক চন্ডীচরণ সেন।
প্র : তাঁর শিক্ষা জীবনের বিবরণ দাও।
উ : তিনি ১৮৮৬-তে কলকাতার বেথুন কলেজ থেকে সংস্কৃতে অনার্স সহ বি.এ পাস করেন।
প্র : কামিনী রায়ের পেশা কী ছিল?
উ : অধ্যাপনা (বেথুন কলেজ)।
প্র : কামিনী রায়ের উল্লেখযোগ্য কাব্যগ্রন্থগুলোর নাম লেখ।
উ : ‘আলো ও ছায়া’ (১৮৮৯), নির্মাল্য’ (১৮৯১), ‘পৌরাণিকী’ (১৮৯৭), ‘গুঞ্জন’ (১৯০৫), ‘মাল্য ও নির্মাল্য’ (১৯১৩), অশোক সংগীত (সনেট সংগ্রহ, ১৯১৪), অম্বা (নাট্যকাব্য, ১৯১৫), দীপ ও ধূপ (১৯২৯), জীবনপথে (১৯৩০)।
প্র : তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ‘জগত্তারিণী’ পদক পান কত সালে?
উ : ১৯২৯ সালে।
প্র : তাঁর মৃত্যু তারিখ কত?
উ : ২৭শে সেপ্টেম্বর, ১৯৩৩।