বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ০৪:০৬ পূর্বাহ্ন

ছ দিয়ে বাগধারা ও বাক্য প্রয়োগ তৈরি

চুঁচো মেরে হাত গন্ধ করা (গৃণিতকে দন্ড দিতে গেলে নিজেরই হাত গন্ধ হয়, এতে গৌরব নেই): এই দাগী চোরকে পুলিশের হাতে না দিয়ে স্বহস্তে শিক্ষা দিলে, ছুঁচো মেরে হাত গন্ধ করাই হবে।
ছ’কড়া ন’কড়া (সস্তা): যুদ্ধের বাজার ছিল আগুন, কিন্তু এখন মাছ-মাংস ছ’কড়া ন’কড়া দরে বিক্রি হচ্ছে।
ছ’কড়া ন’কড়া (সস্তা, তুচ্ছ) : আমান কি তোমাকে ও আমাকে ছ’কড়া ন’কড়া মানুষ পেয়েছে?
ছক্কা পাঞ্জা করা (বড় বড় কথা বলা) : নির্বাচনের পূর্বে সব প্রার্থীরাই ছক্কা পাঞ্জা করে।
ছক্কা-পাঞ্জা করা (বড় বড় কথা বলা): পেটে তো বিদ্যা নেই তা আবার ছক্কা-পাঞ্জা করছ?
ছাই চাপা আগুন (প্রচ্ছন্ন যোগ্যতা) : করিমের ভিতর আমি ছাই চাপা আগুন দেখেছি।
ছাই চাপা আগুন (প্রচ্ছন্ন তেজ): আহমদের ছেলেটা যেন ছাই-চাপা আগুন, একদিন সে খ্যাতি লাভ করবেই করবে।
ছাই ফেলতে ভাঙা কুলো (ছোট কাজের জন্য অপদার্থ ব্যক্তি) : এই বুড়ো বয়সে আর কোথায় যাব মা ছাই ফেলতে ভাঙ্গা কুলো হয়ে থাকব।
ছাই ফেলতে ভাঙা কুলো (সামান্য কাজের জন্য নিযুক্ত অপদার্থ পাত্র): বড় সাহেবের ছেলেকে স্কুলে রাখার জন্য বৃদ্ধ আলম খাঁ নিযুক্ত হওয়ায় ছাই ফেলতে ভাঙা কুলোরই ব্যবস্থা হল।
ছা-পোষা (পোষ্য ভারাক্রান্ত) : ছা-পোষা লোকটা সংসারের চিন্তায় অকালে প্রাণ হারালো।
ছা-পোষা (পোষ্যভারাক্রান্ত): ছা-পোষা কেরানী আমি, আমার কি এত শখ করলে সাজে?
ছায়া মাড়ানো (কাছে যাওয়া) : তুমি এখন কোথায় থাক, অনেকদিন হলো আমাদের বাড়ির ছায়া মাড়াওনি।
ছিঁচ কাদুনে (অল্পেই কাঁদে এমন) : তমা ছিঁচ কাদুনে মেয়ে, ওকে রাগিও না।
ছিচ কাঁদুনে (অল্পতেই কাঁদে এমন): পারভীনের মত ছিচ কাঁদুনে মেয়ে এ সংসারে বিরল।
ছিনিমিনি খেলা (অপব্যয় করা): বড়লোকের ছেলে তো, টাকা নিয়ে ছিনিমিনি খেলতে বাধে না।
ছিনিমিনি খেলা (নষ্ট কারা) : অন্যের জীবন নিয়ে ছিনিমিনি খেলার অধিকার কারো নেই।
ছুঁচ হয়ে ঢোকে, ফাল হয়ে বেরোয় (সামান্য রূপে প্রবেশ, পরে বড় অনিষ্ট সাধন করে প্রস্থান): অল্প টাকার মায়নার চাকরিতে ঢুকে কালক্রমে অফিসের বড় সাহেবরূপে কয়েক লক্ষ টাকা চক্ষুদান দিয়ে অফিসটি যখন লালবাতি জ্বালাল তখনি বুঝা গেল যে ছুঁচ হয়ে ঢোকে, ফাল হয়ে বেরোয়।
ছুঁচো মেরে হাত গন্ধ করা (নগণ্য স্বার্থে দুর্নাম অর্জন) : হাসেম একজন ছা-পোষা লোক, তাকে চাকরি থেকে বাদ দেয়া আর ছুঁচো মেরে হাত গন্ধ করা একই কথা।
ছেলের হাতের মোয়া (অতি সহজ ব্যাপার): পরীক্ষায় পাস করতে হলে রীতিমত পরিশ্রম করতে হয়, এ ছেলের হাতের মোয়া নয়।
ছেলের হাতের মোয়া (সহজ কিছু) : আজকাল সরকারি চাকরি পাওয়া ছেলের হাতের মোয়া নয়।
ছেঁড়া চুলে খোপা বাঁধা (বৃথা চেষ্টা): সামান্যই আয় সংসারে, তাই ছেঁড়া চুলে খোপা বাঁধা চলে না, ওকে চাকরিতে দিয়েছি।

তথ্যসূত্র: পুরাতন বইয়ের দোকান/লাইব্রেরি হতে বিভিন্ন লেখকের বাংলা ব্যাকরণ বই সংগ্রহ করে তা এখানে লিপিবদ্ধ করা হয়েছে।


পোস্টটি শেয়ার করুন...

© BengaliGrammar.Com
Maintenance by BengaliGrammar.Com