বুধবার, ২৫ Jun ২০২৫, ০৫:১৯ পূর্বাহ্ন

ঞ্জ এর জ্ঞ

ঞ + জ = ঞ্জ এবং জ + ঞ = জ্ঞ
ঞ্জ-তে ঞ-এর উচ্চারণ ন এর মতো, জ অবিকৃত। যেমন অঞ্জন (অনজোন), রঞ্জন (রনজোন)। তবে ঞ্জ তে জ ও ঞ এর কোনটাই উচ্চারিত হয় না। এই যুক্তাক্ষরটির উচ্চারণ হয় গ্যাঁ (আদিতে), এবং শেষে গ্গঁ এর মতো।
জ্ঞান (গ্যাঁন), বিজ্ঞান (বিগ্গ্যাঁন), জ্ঞাপন (গ্যাঁপোন), অঞ্জ (অগ্ঁগো) বিজ্ঞ (বিগ্ঁগো) বিজ্ঞপ্তি (বিগ্গোপ্তি)।


দয়া করে পোস্টটি শেয়ার করুন...

© BengaliGrammar.Com
Maintenance by BengaliGrammar.Com