শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫, ০৪:২৯ পূর্বাহ্ন
প্র : নির্মলেন্দু গুণ কবে, কোথায় জন্মগ্রহণ করেন?
উ : ২১শে জুন ১৯৪৫, কাশবন, নেত্রকোনা।
প্র : তাঁর ডাকনাম কী?
উ : রতন। প্রিয়জনেরা ‘রতু’ বলে ঢাকেন।
প্র : তিনি মূলত কী হিসেবে পরিচিত?
উ : কবি।
প্র : তাঁর প্রকাশিত গ্রন্থের নাম কী কী?
উ : কবিতা : প্রেমাংমুর রক্ত চাই (১৯৭০), না প্রেমিক না বিপ্লবী (১৯৭২), দীর্ঘ দিবস দীর্ঘ রজনী (১৯৭৪), ও বন্ধু আমার (১৯৭৫), তার আগে চাই সমাজতন্ত্র (১৯৭৯), চাষাভূষার কাব্য (১৯৮১), পৃথিবীজোড়া গান (১৯৮২), দূর হ দুঃশাসন (১৯৮৩), ইসক্রা (১৯৮৪), মুজিব-লেনিন-ইন্দিরা (১৯৮৪), নেই কেন সেই পাখি (১৯৮৫), চিরকালের বাঁশি (১৯৮৬), দুঃখ কোরো না, বাঁচো (১৯৮৭), শিয়রে বাংলাদেশ (১৯৯৮), ইয়াহিয়াকাল (১৯৯৮), মুঠোফোনের কাব্য (২০০৩), চির অনাবৃতা হে নগ্নতমা (২০০৫), নিশিকাব্য (২০০৬), কামকানন (২০০৭) ইত্যাদি।
অনুবাদ কবিতা : রক্ত আর ফুলগুলি (মূল : তোহু, ১৯৮৩), রাজনৈতিক কবিতা (১৯৮৬), কাব্যসমগ্র (১৯৯২)।
ছোটগল্প : আপনদলের মানুষ (১৯৭৬), অন্তর্জাল (২০০৫)্
কিশোর উপন্যাস : কালো মেলা (১৯৮২), বাবা যখন ছোট্ট ছিলেন (১৯৯৭)।
ভ্রমণ কাহিনি : ভলগার তীরে (১৯৮৫), গীনসাবার্গের সঙ্গে (১৯৯৪), আমেরিকায় জুয়াখেলার স্মৃতি (১৯৯৬), ভ্রমি দেশে দেশে (২০০৪)।
প্র : কাকে বাংলাদেশের কবিদের কবি বলে?
উ : নির্মলেন্দু গুণকে।
প্র : কেন নির্মলেন্দু গুণকে বাংলাদেশের কবিদের কবি বলা হয়?
উ : নির্মলেন্দু গুণ গত শতাব্দীর ষাটের দশকে কবিতা রচনা আরম্ভ করেন। পরের দশকেই তাঁর কবিতা এতোটা প্রভাববিস্তারী হয়ে ওঠে যে, তরুণেরা তাঁর কবিতা দিয়ে ব্যাপকভাবে প্রভাবিত হয়, অনেকে তাঁর কবিতা পড়েই মনে কবি হবার আকাক্সক্ষা বোধ করেন। বাংলাদেশের আর কোনো কবির অনুজ কবিদের ওপর এতোটা প্রভাব বিস্তার করতে পারেন নি। আজ গত শতাব্দীর সত্তর দশকের অনেক প্রতিষ্ঠিত কবি নির্মলেন্দু গুণের প্রভাবেই কবি হয়েছেন। পরের দশকেও এই প্রভাব অক্ণুণœ ছিল। আজকেও এই কবির প্রভাব অল্প-বিস্তার তরুণ কবিসমাজকে প্রভাবিত করে। তাই নির্মলেন্দু গুণকে বাংলাদেশের কবিদের কবি বলা হয়।
প্র : তিনি কী কী পুরস্কার লাভ করেন?
উ : বাংলা একাডেমী পুরস্কার (১৯৮২), আলাওল সাহিত্য পুরস্কার (১৯৮২), কবি হাসান হাফিজুর রহমান স্মৃতি স্বর্ণপদক (১৯৯৭), আবুল মনসুর আহমদ পদক (২০০০), একুশে পদক (২০০১), জাতীয় কবিতা পরিষদ পুরস্কার (২০০৪)।
প্র : তিনি নিজ গ্রামে যে স্কুল স্থাপন করেছেন তার নাম কী?
উ : কাশবন বিদ্যানিকেতন।
প্র : কত সালে, কোথায় তাঁর অঙ্কিত চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়?
উ : নির্মলেন্দু গুন কবিতার পাশাপাশি শখবশত ছবি আঁকেন। ২০০৯ সালের জুলাই মাসে জাতীয় পাবলিক লাইব্রেরি প্রাঙ্গণে তাঁর প্রথম চিত্র প্রদর্শনী হয়।