মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫, ০২:৫৪ অপরাহ্ন

পুরুষ বা স্ত্রীবাচক শব্দ যোগে লিঙ্গ পরিবর্তনের উদাহরণ

বেটা, পুরুষ, মেয়ে, নারী, স্ত্রী, মহিলা, মর্দ, মদ্দা, মাদী ইত্যাদি শব্দ দিয়ে বিশেষ্য পদের লিঙ্গ পরিবর্তন করা হয়।

পুংলিঙ্গস্ত্রীলিঙ্গপুংলিঙ্গস্ত্রীলিঙ্গ
বেটাছেলেমেয়েছেলেকবিমেয়েকবি/মহিলাকবি
পুরুষমানুষমেয়েমানুষপুরুষযাত্রীমেয়েযাত্রী
গোঁসাইমা গোঁসাইপুরুষসৈন্যমেয়েসৈন্য
ফৌজমেয়েফৌজমদ্দাচিলমাদীচিল
মর্দমেয়েমর্দনরউটমাদীউট
প্রতিনিধিমহিলা প্রতিনিধিষাঁড়গরুগাইগরু
নরহাতিমাদী হাতীএঁড়েবাছুরবকনাবাছুর

বিশেষ বিবেচনা: ইদানীং মেয়েদের বেলায় তাদের পেশাকে সনাক্ত করতে স্ত্রীবাচক শব্দ ব্যবহার করাকে নারীবাদী দৃষ্টিতে ভুল হিসেবে বলা হচ্ছে। নারীকে অবহেলা করার উদ্দেশ্যে এসব লিঙ্গান্তর করা যদিও হয়নি, তবু মানুষ হিসেবে নারীদের আলাদা শ্রেণীতে ফেলা ঠিক আধুনিক ব্যীক্তস্বাতন্ত্র্যের যুগে সঠিক নয়। তাই, মহিলা সম্পাদক, মহিলার কবি, নারীকর্মী এসব না বলে সম্পাদক, কবি, কর্মী বলা হচ্ছে। তাতে অবশ্য সনাক্তকরণের সমস্যা থেকেই যায়।


পোস্টটি শেয়ার করুন...

© BengaliGrammar.Com
Maintenance by BengaliGrammar.Com