রবিবার, ১৫ Jun ২০২৫, ১১:২১ অপরাহ্ন

বাংলা ভাষায় শব্দ যেভাবে উচ্চারণ করা হয় বানান সেভাবে হয় না। উচ্চারণ হয় বাঙালিদের মতো বা বাংলা ভাষায়, আর বানান হয় সংস্কৃত ব্যাকরণ অনুসারে। তাছাড়া, ব্যাকরণের নিয়মাবলি সূক্ষ্মভাবে না জানার কারণে শিক্ষার্থীরা প্রায়শ ভুল করে থাকে। বানানের ভুল বাংলা বানানের নিয়ম অধ্যায়ে বিস্তারিতভাবে আলোচিত হয়েছে। এখানে প্রায়শ ভুল হয় এমন কিছু শব্দের বিষয়ে আলোচনা করার হলো:

তা প্রত্যয় যোগে গঠিত শব্দের ক্ষেত্রে-শব্দের মধ্যে হ্রস্ব-ই-কার হয়। যেমন:
সত্যবাদী => সত্যবাদিতা – মনোযোগী => মনোযোগিতা
উপকারী => উপকারিতা – প্রতিদ্বন্দ্বী => প্রতিদ্বন্দ্বিতা
সহকারী => সহকারিতা – উপযোগী => উপযোগিতা
বিরোধী => বিরোধিতা – আলাপচারী => আলাপচারিতা


দয়া করে পোস্টটি শেয়ার করুন...

© BengaliGrammar.Com
Maintenance by BengaliGrammar.Com