বৃহস্পতিবার, ১৭ Jul ২০২৫, ০৯:০৪ অপরাহ্ন
বাংলায় ব্যঞ্জনধ্বনির উচ্চারণ অসামঞ্জস্য আছে। একই ধ্বনির জন্য অনেকগুলো বর্ণ আছে। ফলে বর্ণ সংখ্যা ৩৯ হলে, মূল ধ্বনি হিসেবে উচ্চারিত হয় ২৮ বা ২৯টি। সংযুক্ত তব্যঞ্জনবর্ণের ক্ষেত্রে সমস্যা আছে। যুক্তবর্ণের জন্য বিচিত্র রকমের পদ্ধতি প্রয়োগ করা হচ্ছে। এসব নিয়মের মধ্যে একটি গ্রহণযোগ্য নিয়ম বিধিবদ্ধ করে দেওয়া প্রয়োজন। তবে, প্রথা বা দীর্ঘদিনের উচ্চারণের রীতিকে অগ্রাহ্য করে কিছু করা ঠিক নয়। কারণ, এর সাথে ভাষার নিজস্ব ঐতিহ্য জড়িত।