শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫, ০৫:২২ পূর্বাহ্ন
প্র : মমতাজ উদদীন আহমেদ কবে, কোথায় জন্মগ্রহণ করেন?
উ : ১৯৩৫ সালের ১৮ই জানুয়ারি, পশ্চিমবঙ্গের মালদহে।
প্র : তিনি মূলত কী হিসেবে পরিচিত?
উ : নাট্যকার।
প্র : তাঁর প্রকাশিত গ্রন্থগুলোর নাম কী?
উ : নাটক : হৃদয় ঘটিত ব্যাপার স্যাপার, স্বাধীনতা আমার স্বাধীনতা, কী চাহ শঙ্খছিল, প্রেম বিবাহ সুটকেস, রাজা ানুস্বারের পালা, সাত ঘাটের কানাকড়ি, রাক্ষুসি, এই সেই কণ্ঠস্বর, পুত্র আমার পুত্র, হাস্য লাস্য ভাষ্য, বটবৃক্ষের ধরমকরম, ভালোবাসার দশ নাটক, ওহে তঞ্চক।
উপন্যাস : সজল তোমার ঠিকানা, এক যে জোজো এক যে মধুমতী।
প্র : তিনি কী কী পুরস্কার লাভ করেন?
উ : বাংলা একাডেমী পুরস্কার, শিশু একাডেমী সাহিত্য পুরস্কার, আলাওল সাহিত্য পুরস্কার, বাচসাস চলচ্চিত্র, টেলিভিশন ও চিত্রনাট্য পুরস্কার, একুশে পদক (নাটক ১৯৯৭), শেলটেক পুরস্কার (২০০৫)।