শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫, ০৯:৩৬ অপরাহ্ন
প্র : মুস্তাফা মনোয়ার কবে, কোথায় জন্মগ্রহণ করেন?
উ : ১৯৩৫ খ্রিষ্টাব্দের ১লা সেপ্টেম্বর ঝিনাইদহ জেলার মনোহরমপুর গ্রামে।
প্র : তাঁর পিতার নাম কী?
উ : গোলাম মোস্তফা।
প্র : গোলমা মোস্তফা কে ছিলেন?
উ : একজন কবি ছিলেন।
প্র : মুস্তাফা মনোয়ার কোন স্কুল থেকে ম্যাট্রিক পাস করেন?
উ : নারায়ণগঞ্জ (সরকারি) হাই স্কুল।
প্র : ম্যাট্রিক পাস করার পর তিনি কোথায় ভর্তি হন?
উ : কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে স্কটিশচার্চ কলেজে, বিজ্ঞান শাখায়।
প্র : কার পরামর্শে তিনি বিজ্ঞান শাখা পরিত্যাগ করে চারুকলায় ভর্তি হন?
উ : সৈয়দ মুজতবা আলীর পরামর্শে তিনি কলকাতা আর্ট কলেজে ভর্তি হন এবং সেখানস থেকে তিনি øাতক হন।
প্র : কোথায় তিনি অধ্যাপনা করেন?
উ : ঢাকা চারুকলা কলেজে। এই কলেজ এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্ত একটি অনুষদ।
প্র : তিনি কোন কোন প্রতিষ্ঠানের মহাপরিচালকের দায়িত্ব পালন করেন?
উ : বাংরাদেশ টেলিভিশন (বিটিভি) ও বাংলাদেশ শিল্পকলা একাডেমী।
প্র : তিনি কত খ্রিষ্টাব্দে ‘একুশে পদক’ লাভ করেন?
উ : ২০০৪ খ্রিষ্টাব্দে।
প্র : ২০০৯ খ্রিষ্টাব্দে থেকে তিনি কোন প্রতিষ্ঠানের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন?
উ : বাংলাদেশ শিশু একাডেমী।
প্র : মুস্তাফা মনোয়ারের পরিচয় কী?
উ : তিনি চিত্রশিল্পী ও গণমাধ্যম-ব্যক্তিত্ব।