শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫, ০৩:২১ পূর্বাহ্ন

মুহম্মদ আবদুল হাই

প্র : মুহম্মদ আবদুল হাইয়ের জন্ম কবে, কোথায়?
উ : ১৯১৯ খ্রিষ্টাব্দের ২৬শে নভেম্বর, পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে।
প্র : তিনি কত সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে লেকচারার হিসেবে যোগ দেন?
উ : ১৯৪৯ সালে।
প্র : লন্ডন বিশ্ববিদ্যালয়ে তিনি কী নিয়ে গবেষণা করেন?
উ : ধ্বনিবিজ্ঞান (১৯৫২)।
প্র : তিনি কোন পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন?
উ : ১৯৫৬ খ্রিষ্টাব্দ থেকে প্রকাশিক ‘সাহিত্য পত্রিকা’র (তখন ষান্মাষিক) প্রতিষ্ঠাতা-সম্পাদক।
প্র : কোন গ্রন্থটি রচনার জন্য তিনি স্মরণীয়?
উ : ধ্বনিবিজ্ঞান ও বাংলা ধ্বনিতত্ত্ব (১৯৬৮)ত গ্রন্থে লিখে। কেননা, এ গ্রন্থে সম্প্রদায়গত দৃষ্টিভঙ্গির প্রয়োগ করা হয়েছে। লেখকদের যথাযথ মূল্যায়ন করা হয় নি। নামসর্বস্ব মুসলিম লেখকদের নিয়ে অতিকথা ও অতি উচ্ছ্বাস আছে। আর গুরুত্বপূর্ণ অমুসলিম লেখকদের সম্পর্কে আছে নির্লিপ্ততা।
প্র : তাঁর বিখ্যাত ভ্রমণ-গ্রন্থের নাম লেখ।
উ : বিলাতে সাড়ে সাতশ দিন (১৯৫৮)।
প্র : পাকিস্তান সরকার রেডিও- টিভিতে রবীন্দ্র সংগীত প্রচার নিষিদ্ধ ঘোষণা করলে এ বিষয়ে তাঁর অবস্থান কী?
উ : ১৯৬৭ সালে পাকিস্তান সরকার রেডিও-টিভিতে রবীন্দ্র সংগীত প্রচার নিষিদ্ধ ঘোষণা করলে তিনি এই সিদ্ধান্তের বিরোধিতা করেন।
প্র : তিনি কত সালে বাংলা একাডেমী পুরস্কার পান?
উ : ১৯৬১ (প্রবন্ধ ও গবেষণার জন্য)।
প্র : তাঁর মৃত্যু সম্পর্কে লেখ।
উ : ১৯৬৯ খ্রিষ্টাব্দের ৩রা জুন ঢাকা মালিবাগের রেলক্রসিঙে কাটা পড়ে তিনি মারা যান।


পোস্টটি শেয়ার করুন...

© BengaliGrammar.Com
Maintenance by BengaliGrammar.Com