শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫, ০২:৪৭ পূর্বাহ্ন
প্র : মুহম্মদ এনামুল হকের জন্ম কত সালে?
উ : ১৯০২।
প্র : তিনি কোথায় জন্মগ্রহণ করেন?
উ : বখতপুর গ্রাম, ফটিকছড়ি, চট্টগ্রাম।
প্র : তাঁর রচিত সাহিত্যকর্মগুলো কী কী?
উ : চট্টগ্রাম বাঙ্গালার রহস্যভেদ, আরাকান রাজসভায় বাঙ্গালা সাহিত্য, বঙ্গে সুফী প্রভাব, ব্যাকরণ মঞ্জবী, মুসলিম বাঙ্গালা সাহিত্য, মনীষা মঞ্জুষা (১ম ও ২য় খন্ড)।
প্র : তিনি তাঁর রচনাগুলোর জন্যে কী কী পুরস্কাল লাভ করেন?
উ : বাংলা একাডেমী পুরস্কার (১৯৬৪), প্রেসিডেন্ট পুরস্কার (১৯৬৬), সিতারা ই ইমতিয়াজ পুরস্কার (১৯৬৬), শেরে বাংলা সাহিত্য পুরস্কার (১৯৮০), মুক্তধারা সাহিত্য পুরস্কার (১৯৮১)।
প্র : তিনি কত তারিখে মৃত্যুবরণ করেন?
উ : ১৬ই ফেব্রুয়ারি, ১৯৮২; ঢাকা।