মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫, ০৩:০০ অপরাহ্ন

বাংলায় কার্যত য এবং জ-এর মধ্যে উচ্চারণগত কোন পার্থক্য নেই। অন্তঃস্থ য এর সংস্কৃত উচ্চারণ ছিল ‘ইঅ’ বোঝানোর জন্য অন্তঃস্থ য় বর্ণের সৃষ্টি হয়েছে। বাংলায় য ইঅ না হয়ে জ-এর কাছাকাছি (প্রায় অভিন্ন) উচ্চারিত হয়।
যদি (জোদি)
যখন (জখোন)
জাতীয় (জাতিয়ো)
জীব (জিব্)
যাত্রা (জাত্ত্রা)
যাদুঘর (জাদুঘর)
যোগাড় (যোগাড়)
জনতা (জনোতা)
জটিল (জোটিল)
জীবনী (জিবোনি)
জোয়াল (জোয়াল)
জলধি (জলোধি)


পোস্টটি শেয়ার করুন...

© BengaliGrammar.Com
Maintenance by BengaliGrammar.Com