মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫, ০৬:০৯ অপরাহ্ন
প্র : রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ কবে, কোথায় জন্মগ্রহণ করেন?
উ : ১৬ই অক্টোবর, ১৯৫৬; বরিশালে।
প্র : তাঁর প্রাতিষ্ঠানিক শিক্ষা কতটুকু?
উ : বাংলায় ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৮০-তে বি.এ অনার্স ও ১৯৮৩-তে এম.এ।
প্র : তিনি কোন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা যুগ্ম সম্পাদক ছিলেন?
উ : জাতীয় কবিতা পরিষদের।
প্র : জাতীয় কবিতা পরিষদ কী?
উ : সামরিক স্বৈরাচার ও অগণতান্ত্রিকতা বিরোধী কবিদের সংগঠ।
প্র : তিনি কী হিসেবে খ্যাত?
উ : প্রতিবাদী কবি হিসেবে।
প্র : তাঁর কবিতায় কোন দিকটি বলিষ্ঠভাবে উপস্থাপিত?
উ : মুক্তিযুদ্ধ, দেশাত্মবোধ, গণআন্দোলন, ধর্মনিরপেক্ষতা ও অসাম্প্রদায়িকতা।
প্র : ‘ভাল আছি ভাল থেকো আকাশের ঠিকানায় চিঠি লিখো” কার গান?
উ : রুদ্র মুহম্মদ শহিদুল্লাহর।
প্র : তাঁর প্রকাশিত কাব্যগ্রন্থগুলো কী কী?
উ : উপদ্রুত উপকূল (১৯৭৯), ফিরে চাই স্বর্ণগ্রাম (১৯৮১), মানুষের মানচিত্র (১৯৮৬), দিয়েছিলে সকল আকাশ (১৯৮৮), মৌলিক মুখোশ (১৯৯০)।
প্র : তিনি কোন পুরস্কার লাভ করেন?
উ : মুনীর চৌধুরী স্মৃতিপুরস্কার (১৯৮০)।
প্র : তাঁর মৃত্যু হয় কত সনে?
উ : ২১শে জুন, ১৯৯১।