মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫, ০৮:০৭ অপরাহ্ন

রেফযুক্ত ব্যঞ্জনের দ্বিত্ব

সংস্কৃত ব্যাকরণ অনুসারে রেফের পর দ্বিত্ব বিকল্পে সিদ্ধ; না করিলে দোষ হয় না, বরং লেখা ও ছাপা সহজ হয়। যথা- ‘চর্চ্চা অর্জ্জুন ঊধ্বসংস্কৃত ব্যাকরণ অনুসারে রেফের পর দ্বিত্ব বিকল্পে সিদ্ধ; না করিলে দোষ হয় না, বরং লেখা ও ছাপা সহজ হয়। যথা- ‘চর্চ্চা অর্জ্জুন ঊর্দ্ধ কর্ম্ম কার্য্য’ প্রভৃতির স্থানে ‘চর্চা অর্জুন ঊর্ধ্ব কর্ম কার্য। হিন্দী মারাঠী প্রভৃতিতে দ্বিত্বহীন বানানই চলে। কলিকাতা-বিশ্ববিদ্যালয়-কৃত বানানের নিয়মে দ্বিত্ববর্জন বিহিত হইয়াছে।


পোস্টটি শেয়ার করুন...

© BengaliGrammar.Com
Maintenance by BengaliGrammar.Com