August 9, 2022, 4:09 am
প্র : শহীদুল জহির কবে কোথায় জন্মগ্রহণ করেন?
উ : ১৯৫৩ সালের ১১ই সেপ্টেম্বর ঢাকায়।
প্র : তাঁর প্রকৃত নাম কী?
উ : মো. শহীদুর হক।
প্র : তিনি কোন জেলার স্থায়ী বাসিন্দা ছিরেন?
উ : সিরাজগঞ্জের।
প্র : কোন প্রতিষ্ঠান থেকে তিনি স্নাতক ও স্নাতকোত্তর হন?
উ : ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে।
প্র : তিনি শেষ অবধি কোথায় কর্মরত ছিলেন?
উ : পার্বত্যচট্টগ্রাম বিষয় মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব (অতিরিক্ত সচিব)।
প্র : মহীদুল জহির কী হিসেবে পরিচিত?
উ : কথাসাহিত্যিক।
প্র : শহীদুল জহির রচিত গল্পগ্রন্থ ও উপন্যাসগুলোর নাম কী?
উ : গল্পগ্রন্থ : পারাপার (১৯৮৫); ডুমুরখেকো মানুষ ও অন্যান্য গল্প (২০০০); ডলু নদীর হাওয়া ও অন্যান্যা গল্প (২০০৪)।
উপন্যাস : জীবন ও রাজনৈতিক বাস্তবতা (১৯৮৮); সে রাতে পূর্ণিমা ছিল (১৯৯৫); মুখের দিকে চেয়ে দেখি (২০০৬)।
প্র : ‘জীবন ও রাজনৈতিক বাস্তবতা’ উপন্যাস সম্পর্কে কী বলা যায়?
উ : বাংলাদেশের মুক্তিযুদ্ধভিত্তিক একটি ভিন্নমাত্রার উপন্যাস। টানাগদ্যে লেখা। প্রবন্ধের বই বলে অনেকে ভুলও করতে পারেন। গতানুগতিক উপন্যাসের স্বাদ নেই। নিরীক্ষা আছে। সৈযদ ওয়ালীউল্লাহর পর এ অঞ্চলের উপন্যাসে অস্তিত্ববাদের এতো বেশি প্রভাব আর কারো উপন্যাসে নেই। একই সঙ্গে ম্যাজিক রিয়ালিজম বা জাদু বাস্তবতাসহ উত্তবাধুনিক চেতনার সংমিশ্রণ আছে। উপন্যাসটি বাংলাদেশের বাংলা সাহিত্যে বিশেষভাবে গরুত্বপূর্ণ বিষয়ের চেয়েও এতে দর্শনের প্রয়োগ ও কর্মের নতুনত্বের কারণে।
প্র : তিনি কবে কোথায় মৃত্যুবরণ করেন?
উ : মাত্র ৫৫ বছর বয়সে ২৩শে মার্চ ২০০৮, ঢাকায়।