মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫, ০৬:২৮ অপরাহ্ন
বাংলা বানানে তিনটি বর্ণ ব্যবহৃত হলেও উচ্চারণ হয় তালব্য শ এর। অবশ্য পশ্চিম বাংলা এবং বাংলাদেশের চাপাইনবাবগঞ্জ অঞ্চলে দন্ত-স-এর উচ্চারণ হয়। তিনটি ধ্বনির মধ্যে মূল ধ্বনি একটি তাহলো ‘শ’ (sh) তবে ত, থ, ন, র, ল-এর পূর্বে ‘শ’ থাকলে তা দন্ত-স-এর মতো উচ্চারিত হয় :
হস্ত (হস্তো)
শৃগাল (স্রিগাল)
হাসান (হাসান)
শৃঙ্গ (স্রিংগো)
অবস্থান (অবস্থান)
শৃঙ্খলা (সংখলা)
শ্রাবণ (স্রাবোণ)
বিশ্রাম (বিস্স্রাম)
শ্লাঘা (স্লাঘা)
শ্রমিক (শোরোমিক)
শ্লীল (স্লিল)
তবে, এর বাইরে যে কোন অবস্থানে শুধু তালব্য শ উচ্চারিত হয় :
শুকন (শোকুন), বিশেষ (বিশেশ), সবিনয় (শোবিনয়), সকাল (শকাল), সুপুরুষ (শুপুরুশ), ষোল (ষোলো), বিলাস (বিলাশ), অবিনাশ (ওবিনাশ), সারোদা (শারোদা) ইত্যাদি।