মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫, ০৮:০৫ অপরাহ্ন

প্র : সোমেন চন্দ জন্মসন কত?
উ : ২৪শে মে, ১৯২০।
প্র : তাঁর জন্মস্থান কোথায়?
উ : বালিয়া গ্রাম, পলাশ, নরসিংদী।
প্র : তাঁর পূর্ণ নাম কী?
উ : সোমেন্দ্র কুমার চন্দ।
প্র : তিনি মূলত কী ছিরেন?
উ : সাহিত্যিক ও রাজনীতিবিদ।
প্র : তাঁর অন্য কি পরিচয়?
উ : তিনি ঢাকার প্রগতি লেখক সংঘের প্রতিষ্ঠাতা।
প্র : তাঁর গ্রন্থসমূহের নাম কী?
উ : সংকেত ও অন্যান্য গল্প (১৯৪৩), বনস্পতি ও অন্যান্য গল্প (১৯৪৪), সোমেন চন্দের গল্পগুচ্ছ (১৯৭৩)।
প্র : সোমেন চন্দের একটি উল্লেখযোগ্য গল্পের নাম লিখ।
উ : ইঁদুর।
প্র : ‘ইঁদুর’ ছোটগল্পটির পরিচয় দাও।
উ : জীবনের পরতে পরতে যে বাস্তবের অনুশীলন প্রতিনিয়ত আমরা চর্চা করে চলেছি, আমাদের শাণিত বোধ যেখানে আটপৌরে সমাজব্যবস্থার কাছে আনত সেখানে একটি ইঁদুরের সংগ্রাম সেই মানুষের বিরুদ্ধে। এরকম পটভূমিকায় সোমেন চন্দ্রের এক অসাধারণ গল্প ইঁদুর। বাংলা ছোটগল্পের ধারায় ‘ইঁদুর’ খুবই গুরুত্বপূর্ণ। ঔপন্যাসিক হুমায়ূন আহমেদ জানিয়েছেন, ‘ইঁদুর’ গল্প পড়েই তিনি কথাসাহিত্য রচনার অনুপ্রেরণা লাভ করেন।
প্র : তাঁর মৃত্যু হয় কীভাবে?
উ : ফ্যাসিবাদ সমর্থকদের হাতে ছুরিকাহত হয়ে তিনি নিহত হন।
প্র : তাঁর মৃত্যুসন কত?
উ : ৮ই মার্চ, ১৯৪২।


পোস্টটি শেয়ার করুন...

© BengaliGrammar.Com
Maintenance by BengaliGrammar.Com