মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫, ০৬:৪৩ অপরাহ্ন

হুমায়ুন কবির

প্র : হুমায়ুন কবিরের জন্মসন কত?
উ : ২২শে ফেব্রুয়ারি, ১৯০৬।
প্র : তাঁর জন্মস্থান কোথায়?
উ : কোমরপুর গ্রাম, ফরিদপুর।
প্র : তিনি মূরত কী ছিরেন?
উ : লেখক ও রাজনীতিবিদ।
প্র : তাঁর পিতার নাম কী?
উ : খান বাহাদুর কবিরুদ্দিন আহমদ।
প্র : তাঁর গ্রন্থ সমূহের নাম কী?
উ : প্রবন্ধু : ধারাবাহিক (১৯৪০), শরৎ- সাহিত্রের মুলতত্ত্ব (১৯৪২), বাংলার কাব্য (১৯৪৫), কার্কসবাদ (১৯৫১), শিক্ষ ও শিক্ষার্থী (১৯৫৭)। কাব্য : স্বপ্নসাধ (১৯২৮), সাথী (১৯৩০), অষ্টাদশী (১৯৩৮)। উপন্যাস : নদী ও নারী (১৯৪৫)।
প্র : তিনি কোন পত্রিকা সম্পাদনা করে স্মরণীয় হয়ে আছেন?
উ : চতুরঙ্গ।
প্র : তাঁর মৃত্যুতারিখ কত?
উ : ১৮ই অগস্ট, ১৯৬৯।


পোস্টটি শেয়ার করুন...

© BengaliGrammar.Com
Maintenance by BengaliGrammar.Com