শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫, ০৩:৫৩ পূর্বাহ্ন

২৭তম বিসিএস পরীক্ষার বাংলা প্রশ্ন ও উত্তর

১। কোনটি উপন্যাস?
ক. নতুন চাঁদ, খ. কন্যা কুমারী, গ. গড্ডালিকা, ঘ. নেমেসিস, উত্তর: খ

২। লৌকিক কাহিনীর প্রথম রচয়িতা কে?
ক. আলাওল, খ. কোরেশী মাগন ঠাকুর, গ. দৌলত কাজী, ঘ. সৈয়দ সুলতান, উত্তর: গ

৩। সাপ্তাহিক ‘সুধাকর’ এর সম্পাদক কে?
ক. মুন্সি মোহাম্মদ মেহেরউল্লাহ, খ. মুন্সি মোহাম্মদ রিয়াজউদ্দিন আহমদ, গ. শেখ আব্দুর রহিম, ঘ. ইসমাইল হোসেন সিরাজী, উত্তর: গ

৪। ‘মাসিক মোহাম্মদী’ কোন সালে প্রকাশিত হয়?
ক. ১৯২৬ সালে, খ. ১৯২৭ সালে, গ. ১৯২৮ সালে, ঘ. ১৯২৯ সালে, উত্তর: খ

৫। ঢাকা থেকে প্রকাশিত হয় কোন পত্রিকাটি?
ক. অরণি, খ. পরিচয়, গ. নবশক্তি, ঘ. ক্রান্তি, উত্তর: ঘ

ব্যাখ্যা: ঢাকার প্রগতি লেখক শিল্পী সংঘের মুখপত্র হিসেবে চল্লিশের দশকে কিরণ শঙ্কর সেনগুপ্তের সম্পাদনায় ‘ক্রান্তি পত্রিকাটি প্রকাশিত হয়।

৬। গ্রিক শব্দ কোনটি?
ক. তুফান, খ. লুঙ্গী, গ. কুপন, ঘ. দাম, উত্তর: ঘ

তথ্য:এখানে তুফান আরবি শব্দ; কুপন: ফরাসি শব্দ; লুঙ্গি: বর্মি শব্দ; দাম: গ্রিক শব্দ।

৭। বাংলা ভাষায় কয়টি উপসর্গ আছে?
ক. উনিশ, খ. কুড়ি, গ. একুশ, ঘ. বাইশ, উত্তর: গ

ব্যাখ্যা: বাংলা উপসর্গ ২১টি, সংস্কৃত উপসর্গ ২০টি, বিদেশী উপসর্গের সংখ্যা নির্ণীত হয়নি।

৮। কোন পত্রিকাটি ১৯২৩ সালে প্রকাশিত হয়?
ক. কালি কলম, খ. প্রগতি, গ. কল্লোল, ঘ. সবুজপত্র, উত্তর: গ

পত্রিকাগুলোর সম্পাদক ও প্রকাশকাল নীচে দেওয়া হলো :
পত্রিকা প্রকাশকাল সম্পাদক
কালি কলম – ১৯২৬ সালে – প্রেমেন্দ্র মিত্র
প্রগতি – ১৯২৭ সালে – বুদ্ধদেব বসু ও অজিত দত্ত
কল্লোল – ১৯২৩ সালে – দীনেশ চন্দ্র দাশ
সবুজপত্র – ১৯১৪ সালে – প্রমথ চৌধুরী

৯। ‘শিশুরাজ্যে এই মেয়েটি একটি ছোটখাট বর্গির উপদ্রব বলিলেই হয়।’ রবীন্দ্রনাথ ঠাকুরের কোন গল্পের সংলাপ?
ক. একরাত্রি, খ. শুভা, গ. সমাপ্তি, ঘ. পোস্টমাস্টার, উত্তর: গ

১০। বাংলা সাহিত্যের প্রথম ইতিহাস গ্রন্থ কোনটি?
ক. বাঙ্গালা সাহিত্যের ইতিহাস, খ. বঙ্গভাষা ও সাহিত্য, গ. বাংলা সাহিত্যের কথা, ঘ. বাংলা সাহিত্যের রূপরেখা, উত্তর: খ

গ্রন্থের নাম প্রকাশকাল রচয়িতা-
বঙ্গভাষা ও সাহিত্য (বাংলা সাহিত্যের প্রথম ইতিহাস গ্রন্থ) – ১৮৯৬ সালে – দীনেশ চন্দ্র সেন
বাংলা সাহিত্যের ইতিহাস – ১৯৪০ সালে – ড. সুকুরমার সেন
বাংলা সাহিত্যের কথা – ১৯৫৩ সালে – ড. মুহম্মদ শহীদুল্লাহ
বাংলা সাহিত্যের রূপরেখা – ড. গোপাল হালদার

১১। কত খ্রিস্টাব্দে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কলকাতা বিশ্ববিদ্যালয়ে ‘জগত্তারিণী’ পদক পান?
ক. ১৯১৬ খ্রিস্টাব্দে, খ. ১৯২৩ খ্রিস্টাব্দে, গ. ১৯৩৩ খ্রিস্টাব্দে, ঘ. ১৯০৩ খ্রিস্টাব্দে, উত্তর: খ

১২। রাজা রামমোহন রচিত বাংলা ব্যাকরণের নাম কি?
ক. মাগধীয় ব্যাকরণ, খ. গৌড়ীয় ব্যাকরণ, গ. মাতৃভাষা ব্যাকরণ, ঘ. ভাষা ও ব্যাকরণ, উত্তর: খ

১৩। ‘মেছো’ শব্দের প্রকৃতি প্রত্যয় কি?
ক. মাছ + ও, খ. মেছ + ও, গ. মাছি + উয়া > ও, ঘ. মাছ + উয়া > ও, উত্তর: ঘ

১৪। কোন সন্ধিটি নিপাতনে সিদ্ধ?
ক. বাক + দান = বাগদান, খ. উৎ + ছেদ = উচ্ছেদ, গ. পর + পর = পরস্পর, ঘ. সম + সার = সংসার, উত্তর: গ

১৫। প্রত্যক্ষ কোনো বস্তুর সাথে পরোক্ষ কোনো বস্তুর তুলনা করলে প্রত্যক্ষ বস্তুটিকে বলে-
ক. উপমিত, খ. উপমান, গ. উপমেয়, ঘ. রূপক, উত্তর: গ

১৬। বাংলা মৌলিক নাটকের যাত্রা শুরুহয় কোন কোন নাট্যকারের হাতে?
ক. মধুসূদন, দত্ত খ. দীনবন্ধু মিত্র, গ. জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর, ঘ. রামনারায়ণ তর্করত্ন, উত্তর: ঘ

১৭। ‘আমি কিংবদন্তীর কথা বলছি’ এর রচয়িতা কে?
ক. সিকানদার আবু জাফর, খ. আবু জাফর ওবায়দুল্লাহ, গ. ফররুখ আহমদ, ঘ. আহসান হাবীব, উত্তর: খ

১৮। ‘পাখি সব করে রব রাতি পোহাইল’ পংক্তির রচয়িতা-
ক. রাম নারায়ণ তর্করত্ন, খ. বিহারী লাল, গ. কৃষ্ণচন্দ্র মজুমদার, ঘ. মদনমোহন তর্কালংকার, উত্তর: ঘ

১৯। ‘জীবনে জ্যাঠামি ও সাহিত্যে ন্যাকামি’ সহ্য করতে পারতেন না-
ক. বঙ্কিমচন্দ্র, খ. সৈয়দ মুজতবা আলী,  গ. প্রমথ চৌধুরী, ঘ. প্রমথনাথ বিশী, উত্তর: গ

২০। ‘এ মাটি সোনার বাড়া’-এ উদ্ধৃতিতে ‘সোনা’ কোন অর্থে ব্যবহার করা হয়েছে?
ক. বিশেষণের অতিশায়ন, খ. রূপবাচক বিশেষ্য,  গ. উপাদান বাচক বিশেষ্য, ঘ. বিধেয় বিশেষণ, উত্তর: ক

ব্যাখ্যা: বিশেষণ পদ যখন দুই বা ততোধিক বিশেষ্য পদের মধ্যে তুলনায় একের উৎকর্ষ বা অপকর্ষ বুঝিয়ে থাকে, তখন তাকে বিশেষণের অতিশায়ন বলে। দুয়ের মধ্যে অতিশায়নে চাইতে, চেয়ে, হইতে, হতে, অপেক্ষা, থেকে ইত্যাদি শব্দ ব্যবহৃত হয়। যথা-বাঘের চেয়ে সিংহ বলবান। তবে কখনো কখনো শব্দে ষষ্ঠী বিভক্তি-চেয়ে, থেকে প্রভৃতি শব্দের কার্যসাধন করে। যথা-এ মাটি সোনার বাড়া।


পোস্টটি শেয়ার করুন...

© BengaliGrammar.Com
Maintenance by BengaliGrammar.Com