শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৪:১৫ পূর্বাহ্ন

ই দিয়ে বাগধারা ও বাক্য প্রয়োগ তৈরি

ইঁচড়ে পাকা (অকাল পক্ব): শহরে অনেক ছেলে খারাপ সঙ্গ লাভে ইঁচড়ে পেকে যায়, তাদের সঙ্গে চলতে নেই।
ইঁচড়ে পাকা (অকাল পাকা) : আজকাল ছোট ছোট ছেলেমেয়েরা সিনেমা দেখে ইঁচড়ে পাকা হয়ে গেছে।
ইতর বিশেষ (খারাপ) : ছেলেটি এতই ইতর বিশেষ হয়েছে যে, কারো কথা শোনে না।
ইতর বিশেষ (প্রভেদ বা পার্থক্য): কাজী সাহেব নিজের ছেলে, আর ভাইয়ের ছেলের মধ্যে কোনরূপ ইতর বিশেষ না করে একরকম পোশাক দিতেন।
ইঁদুর কপালে (মন্দ ভাগ্য) : ইঁদুর কপালে যেদিকে চায়, সাগর শুকায়ে যায়।
ইঁদুর কপালে (মন্দ ভাগ্য): ওরে হাফিজ, তুই ইঁদুর কপালে। একের পর এক তোর সবাই মরে গেল।

তথ্যসূত্র: পুরাতন বইয়ের দোকান/লাইব্রেরি হতে বিভিন্ন লেখকের বাংলা ব্যাকরণ বই সংগ্রহ করে তা এখানে লিপিবদ্ধ করা হয়েছে।


পোস্টটি শেয়ার করুন...
© BengaliGrammar.Com
Maintenance by BengaliGrammar.Com