বুধবার, ০৩ ডিসেম্বর ২০২৫, ০৬:৩৪ পূর্বাহ্ন
বেটা, পুরুষ, মেয়ে, নারী, স্ত্রী, মহিলা, মর্দ, মদ্দা, মাদী ইত্যাদি শব্দ দিয়ে বিশেষ্য পদের লিঙ্গ পরিবর্তন করা হয়।
| পুংলিঙ্গ | স্ত্রীলিঙ্গ | পুংলিঙ্গ | স্ত্রীলিঙ্গ |
| বেটাছেলে | মেয়েছেলে | কবি | মেয়েকবি/মহিলাকবি |
| পুরুষমানুষ | মেয়েমানুষ | পুরুষযাত্রী | মেয়েযাত্রী |
| গোঁসাই | মা গোঁসাই | পুরুষসৈন্য | মেয়েসৈন্য |
| ফৌজ | মেয়েফৌজ | মদ্দাচিল | মাদীচিল |
| মর্দ | মেয়েমর্দ | নরউট | মাদীউট |
| প্রতিনিধি | মহিলা প্রতিনিধি | ষাঁড়গরু | গাইগরু |
| নরহাতি | মাদী হাতী | এঁড়েবাছুর | বকনাবাছুর |
বিশেষ বিবেচনা: ইদানীং মেয়েদের বেলায় তাদের পেশাকে সনাক্ত করতে স্ত্রীবাচক শব্দ ব্যবহার করাকে নারীবাদী দৃষ্টিতে ভুল হিসেবে বলা হচ্ছে। নারীকে অবহেলা করার উদ্দেশ্যে এসব লিঙ্গান্তর করা যদিও হয়নি, তবু মানুষ হিসেবে নারীদের আলাদা শ্রেণীতে ফেলা ঠিক আধুনিক ব্যীক্তস্বাতন্ত্র্যের যুগে সঠিক নয়। তাই, মহিলা সম্পাদক, মহিলার কবি, নারীকর্মী এসব না বলে সম্পাদক, কবি, কর্মী বলা হচ্ছে। তাতে অবশ্য সনাক্তকরণের সমস্যা থেকেই যায়।