মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ০৫:৪৯ পূর্বাহ্ন
ঈ > ই সংস্কৃত শব্দের বানানে দীর্ঘ ঈ-কার বাংলা হ্রস্ব ই বা হ্রস্ব-ই কার হয়।
| অবনি | করোটি | বেণি | ভঙ্গি | |
| অরণি | অঙ্গুলি | বেদি | মঞ্জরি | সূচি |
| ওবধি | গহিন | বৈতরণি | মসি | শ্রেণি |
| কর্মসূচি | খঞ্জনি | ননি | মহামারি | বাখি |
| কাকলি | গ্রন্থপঞ্জি | নাড়ি | মহি | বাঁশি |
| কিংবদন্তী | ঝিল্লি | পঞ্জি | মারি | স্বাতি |
| গাভি | চিৎকার | পত্রাবলি | মৌলি | রচনাবলি |
| গাড়ি | বিপণি | পদবি | হিসেবি | গ্রন্থাবলি |
| বাড়ি |
ব্যতিক্রম: কতকগুলো শব্দ আছে যেখানে হ্রস্ব-ই, দীর্ঘ-ই দুটো রীতিই চলে। যেমন: তুলি, তুলী, সূচি, সূচী, বেশি, বেশী, তৈরি, তৈরী।