শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫, ০৮:৫৫ অপরাহ্ন
প্র : স্বর্ণকুমারী দেবীল জন্মসন কত?
উ : ২৮শে অগস্ট, ১৮৫৫।
প্র : তিনি কোথায় জন্মগ্রহন করেন?
উ : জোড়াসাঁকো, কলকাতা।
প্র : তাঁর পিতার নাম কী?
উ : মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর [রবীন্দ্রনাথ ঠাকুরের ভগ্নী]
প্র : তাঁর স্বামীর নাম কী?
উ : জানকীনাথ ঘোষাল।
প্র : তিনি মূলত কী ছিরেন?
উ : আধুনিক বাংলা সাহিত্যের প্রথম মহিলা ঔপন্যাসিক।
প্র : তাঁর প্রাতিষ্ঠানিক শিক্ষা কতটুকু?
উ : ঠাকুরবাড়ির সাংস্কৃতিক পরিম-লে প্রথমত শিক্ষা লাভ।
প্র : তিনি কত সালে ‘ভারতী’ পত্রিকা সম্পাদনা করেন?
উ : ১৮৭৭।
প্র : তাঁর রচিত গ্রন্থ কী কী?
উ : উপন্যাস : দীপ নির্বাণ (১৮৭৬), মেবার রাজ (১৮৭৭), মালতী (১৮৮০), বিদ্রোহ (১৮৯৯), বিচিত্রা (১৯২০), স্বপ্নবাণী (১৯২১), মিলনরাত্রি (১৯)২৫।
নাটক : বসন্ত উৎসব (১৮৭৯), বিবাহ উৎসহ (১৯০১), দেব কৌতুক (১৩১২)।
কাব্য : গাথা (১৯২৭), কবিতা ও গান (১৩০২)।
প্র : তিনি কি পুরস্কার লাভ করেন?
উ : বিজ্ঞান বিষয়ক প্রবন্ধের জন্যে কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃক জগত্তারিণী স্বর্ণপদক লাভ।
প্র : তাঁর মৃত্যুতারিখ কত?
উ : ৩রা জুলাই, ১৯৩২।