বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ০৩:৪৮ পূর্বাহ্ন

২৬তম বিসিএস পরীক্ষার বাংলা প্রশ্ন ও উত্তর

১। কাজী নজরুল ইসলাম কোন কবিতা রচনার জন্য কারাবরণ করেন?
ক. বিদ্রোহী,  খ. প্রলয়োল্লাাস,  গ. আনন্দময়ীর আগমনে,  ঘ. নারী,  উত্তর: গ

তথ্য: ‘ধূমকেতু’ এর পূজা সংখ্যায় (২৬ সেপ্টেম্বর, ১৮২২) ‘আনন্দময়ীর আগমনে’ কবিতা প্রকাশ করার জন্য কবিকে একবছরের সশ্রম কারাদ- দন্ডিত হন।

২। প্র, পরা, অপ-
ক. বাংলা উপসর্গ, খ. সংস্কৃত উপসর্গ, গ. বিদেশী উপসর্গ, ঘ. উপসর্গ স্থানীয় অব্যয়, উত্তর: খ

৩। টি,টি, খানা ইত্যাদি-
ক. পদাশ্রিত নির্দেশক, খ. প্রকৃতি, গ. বিভক্তি, ঘ. উপসর্গ, উত্তর: ক

৪। ‘ভানুসিংহ ঠাকুরের পদাবলী’-এর রচয়িতা কে?
ক. ভানু বন্দ্যোপাধ্যায়, খ. চন্ডীদাস, গ. রবীন্দ্রনাথ ঠাকুর, ঘ. ভারতচন্দ্র, উত্তর: গ

৫। ‘লাঠালাঠি’- এটি কোন্ সমাস?
ক. প্রাদি সমাস, খ. ব্যতিহার বহুব্রীহি সমাস, গ. তৎপুরুষ সমাস, ঘ. কর্মধারয় সমাস, উত্তর: খ

৬। ‘যেই তার দর্শন পেলাম, সেই আমরা প্রস্থান করলাম’-এটি কোন জাতীয় বাক্য?
ক. সরল বাক্য, খ. যৌগিক বাক্য,  গ. মৌলিক বাক্য, ঘ. মিশ্র বাক্য, উত্তর: ঘ

ব্যাখ্যা: উল্লিখিত বাক্যটি একটি মিশ্র বাক্য।

৭। কাজী নজরুল ইসলামের উপন্যাস কোনটি?
ক. মৃত্যুক্ষুধা, খ. আলেয়া, গ. ঝিলিমিলি, ঘ. মধুমালা, উত্তর: ক

৮। ‘বনফুল’ কার ছন্দনাম?
ক. প্রমথ চৌধুরী, খ. বলাই চাঁদ মুখোপাধ্যায়,  গ. যতীন্দ্রমোহন বাগ্চী, ঘ. মোহিতলাল মজুমদার, উত্তর: খ

৯। কোনটির অর্থ পক্ক অর্থে প্রকাশ পায়?
ক. পাকা বাড়ি, খ. পাকা রং,  গ. পাকা কাজ, ঘ. পাকা আম, উত্তর: ঘ

১০। ‘পাখি সব করে রব রাতি পোহাইল’-পংক্তির রচয়িতা কে?
ক. মদনমোহন তর্কালংকার, খ. রাম নারায়ণ তর্করত্ন, গ. বিহারীলাল চক্রবর্তী, ঘ. কৃষ্ণচন্দ্র মজুমদার, উত্তর: ক

১১। ‘জয়গুন’-কোন্ উপন্যাসের চরিত্র?
ক. জননী, খ. সূর্যদীঘল বাড়ি, গ. সারেং বৌ, ঘ. হাজার বছর ধরে, উত্তর: খ

১২। ‘নবান্ন’-শব্দটি কোন প্রক্রিয়ায় গঠিত?
ক. সমাস, খ. সন্ধি, গ. প্রত্যয়, ঘ. উপসর্গ, উত্তর: ক

১৩। ‘তোমার সৃষ্টির পথ রেখেছ আকীর্ণ করি’-রবীন্দ্রনাথের কোন কাব্যের কবিতা?
ক. পূরবী, খ. শেষ লেখা,  গ. আকাশ প্রদীপ, ঘ. সেঁজুতি, উত্তর: খ

১৪। ‘নেমেসিস’ কোন জাতীয় রচনা?
ক. কাব্য, খ. নাটক, গ. উপন্যাস, ঘ. গীতি কবিতা, উত্তর: খ

১৫। দাপ্তরিক কোন শব্দটি ইংরেজি ভাষা থেকে আগত?
ক. আইন, খ. দাখিল, গ. এজেন্ট, ঘ. মুচলেকা, উত্তর: গ

১৬। উপসর্গ কোন্টি?
ক. অতি, খ. থেকে, গ. চেয়ে, ঘ. দ্বারা, উত্তর: ক

১৭। কোন শব্দটি ফারসি?
ক. মুসাফির, খ. তকদির,  গ. পেরেশান, ঘ. মজলুম, উত্তর: গ

১৮। ‘দারিদ্র্য’ কবিতাটি নজরুল ইসলামের কোন কাব্যের অন্তর্ভূক্ত?
ক. সাম্যবাদী, খ. বিষের বাঁশী,  গ. সিন্ধু হিন্দোল, ঘ. নতুন চাঁদ, উত্তর: গ

১৯। ‘বাংলা একাডেমী’ কোন সালে প্রতিষ্ঠিত হয়?
ক. ১৯৪৫ সালে, খ. ১৯৫৫ সালে, গ. ১৯৫৬ সালে, ঘ. ১৯৫৭ সালে, উত্তর: খ

২০। কোন্ নাটকটি সেলিম আলদীনের-
ক. মুনতাসীর ফ্যান্টাসী, খ. পায়ের আওয়াজ পাওয়া যায়,  গ. কবর, ঘ. বহুব্রীহি, উত্তর: ক

২১। ‘তাজকেরাতুল আওলিয়া’ অবলম্বনে ‘তাপস মালা’ কে রচনা করেন?
ক. মুন্সী আব্দুল লতিফ, খ. কাজী আকরাম হোসেন, গ. গিরিশচন্দ্র সেন, ঘ. শেখ আব্দুল জব্বার, উত্তর: গ

তথ্য : গিরিশচন্দ্র সেন ফরাসিভাষায় রচিত শেখ ফরিদুদ্দিন আত্তারের ‘তাজকেরাতুল আওলিয়া’ অবলম্বনে ‘তাপস মালা’ রচনা করেন। এতে ৯৬ জন মুসলিম সাধকের জীবনকাহিনী রয়েছে। তিনিই সর্বপ্রথম কুরআন শরীফ বঙ্গানুবাদ করেন।

২২। ‘উদাসীন পথিকের মনের কথা’-কোন্ জাতীয় রচনা?
ক. নাটক, খ. কাব্য,  গ. আত্মজৈবনিক উপন্যাস, ঘ. গীতি কবিতায় সংকলন, উত্তর: গ

২৩ । ‘ঠকচাচা’ চরিত্রটি কোন্ উপন্যাসে?
ক. হুতোম প্যাঁচার নক্শা, খ. আলালের ঘরের দুলাল, গ. সধবার একাদশী, ঘ. বুড়ো মালিকের ঘাড়ে রোঁ, উত্তর: খ

২৪। ‘বত্রিশ’ সিংহাসন’ কার রচনা?
ক. মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার, খ. রামরাম বসু, গ. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, ঘ. রাজীব লোচন মুখোপাধ্যায়, উত্তর: ক

২৫ । কোন গ্রন্থটি মহাকাব্য?
ক. অবকাশ রঞ্জিনী, খ. বৃত্র সংহার, গ. বিরহ বিলাপ, ঘ. বীরাঙ্গনা কাব্য, উত্তর: খ

২৬। কে সর্বপ্রথম বাংলা টাইপ সহযোগে বাংলা ব্যাকরণ মুদ্রণ করেন?
ক. স্যার উইলিয়াম জোনস্, খ. স্যার উইলিয়াম কেরি, গ. ব্রাসি হ্যালহেড, ঘ. রাজীব লোচন মুখোপাধ্যায়, উত্তর: গ

২৭। কোনটি দীনবন্ধু মিত্রের রচনা?
ক. কমলে কামিনী, খ. চক্ষুদান, গ. বিধবা বিবাহ, ঘ. ভদ্রার্জুন, উত্তর: ক

২৮। ‘তত্ত্ববোধিনী’ পত্রিকার সম্পাদক ছিলেন-
ক. ঈশ্বরচন্দ্র গুপ্ত, খ. অক্ষয়কুমার দত্ত, গ. প্যারীচাঁদ মিত্র, ঘ. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, উত্তর: খ

২৯। ফোর্ট উইলিয়াম কলেজে বাংলা বিভাগ খোলা হয়-
ক. ১৮০০ সালে, খ. ১৮০১ সালে,  গ. ১৮০২ সালে, ঘ. ১৮০৪ সালে, উত্তর: খ

৩০। ‘রূপ লাগি আখি ঝুরে শুনে মনে ভোর’ কার রচনা?
ক. চন্ডীদাস, খ. জ্ঞানদাস,  গ. বিদ্যাপতি, ঘ. লোচনদাস, উত্তর: খ

৩১। ‘মহুয়া’ পালাটির রচয়িতা-
ক. দ্বিজ কানাই, খ. মনসুর বয়াতী,  গ. নয়নচাঁদ ঘোষ, ঘ. দ্বিজ ঈশান, উত্তর: ক

৩২ ।‘যা কিছু হারায় গিন্নী বলেন, কেষ্টা বেটাই চোর’-এখানে ‘হারায়’ কোন্ ধাতু?
ক. প্রযোজ্য ধাতু, খ. ভাব বাচ্যের ধাতু, গ. সংযোমূলক ধাতু, ঘ. নাম ধাতু, উত্তর: ক

তথ্য : মৌলিক ধাতুর সঙ্গে আ প্রত্যয় যোগ করে কর্মবাচ্যের ধাতু সাধিত হয়। এটি বাক্য মধ্যে কর্মপদের অনুসারী ক্রিয়ার ধাতু। যেমন- হার + আ = হারা (কর্মবাচ্যের ধাতু)। যথা: যা কিছু হারায় গিন্নী বলেন, কেষ্টা বেটাই চোর। কর্মবাচ্যে ধাতুকে প্রযোজ্য বা ণিজন্ত ধাতু বলে।

৩৩। ভারতচন্দ্র রায়গুনাকর কোন্ রাজসভার কবি?
ক. আরাকান রাজসভা, খ. কৃষ্ণনগর রাজসভা, গ. রাজা গণেশের রাজসভা, ঘ. লক্ষণসেনের রাজসভা, উত্তর: খ

৩৪। ‘নেমেসিস’ নাটকে নূরুল মোমেন কোন্ বিষয়কে তুলে ধরেছেন?
ক. দ্বিতীয় বিশ্বযুদ্ধ, খ. উনপঞ্চাশের মন্বন্তর, গ. বায়ান্নার ভাষা আন্দোলন, ঘ. একাত্তরের মুক্তিযুদ্ধ, উত্তর: খ

৩৫ । ‘সাজহান’ নাটকের প্রথম রচয়িতা কে?
ক. তুলসী লাহিড়ী, খ. ক্ষীরোদপ্রসাদ বিদ্যাবিনোদ, গ. দ্বিজেন্দ্রলাল রায়, ঘ. বালাইচাঁদ মুখোপাধ্যায়, উত্তর: গ

৩৬। ‘চৌ-হদ্দি’ শব্দটি কোন কোন ভাষার শব্দ মিলে রয়েছে?
ক. বাংলা+ফারসি, খ. সংস্কৃত+ফারসি, গ. ফারসি+আরবি, ঘ. সংস্কৃত+আরবি, উত্তর: গ

৩৭। ড. মুহম্মদ শহীদুল্লাহর বাংলা সাহিত্যের ইতিহাস গ্রন্থের নাম-
ক. বঙ্গভাষা ও সাহিত্য, খ. বাঙ্গালা সাহিত্যের ইতিহাস, গ. বাংলা সাহিত্যের কথা, ঘ. বাংলা সাহিত্যের ইতিবৃত্ত, উত্তর: গ

৩৮। ‘শাহনামা’ মৌলিক গ্রন্থটি কার?
ক. মালিক জয়সী, খ. ফেরদৌসী,  গ. সৈয়দ হামজা, ঘ. কাজী দৌলত উজির বাহরাম খাঁ, উত্তর: খ

৩৯। Ballad কি?
ক. লোকগীতি, খ. লোকগাথা, গ. গীতিকা, ঘ. গাথা, উত্তর: গ


পোস্টটি শেয়ার করুন...
© BengaliGrammar.Com
Maintenance by BengaliGrammar.Com